নিজস্ব প্রতিবেদকঃ
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেছেন,
দেশে বারবার ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার পরও সরকার, শিল্প মালিক, আমলা ও সংশ্লিষ্টদের টনক নড়ছে না।
ইতিপূর্বে তাজরীন ফ্যাশন, কাওরানবাজার, পুরনো ঢাকা ইত্যাদি ট্রাজেডির পর সরকারের দায়িত্বশীলরা চটকদার বুলি আওড়িয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন। ২০১৯ ও ২০২১ সালে সরকারের তরফে আমাদের দেশের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে উন্নত করতে ফায়ার হেলিকপ্টার ক্রয়ের ঘোষণা দেয়া হলেও অদ্যাবধি দেশের জনগণ এরকম কোনো ফায়ার হেলিকপ্টার দেখতে না পাওয়া চরম দুঃখজনক। আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী সীতাকুণ্ড ট্রাজেডিতে শহীদ ফায়ার ফাইটারদের মাগফিরাত কামনার সাথে সাথে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও নিরাপত্তা না থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি সরকারকে ফায়ার সার্ভিসকে আরও উন্নত করতে অবিলম্বে ফায়ার হেলিকপ্টার, রোভার ক্রাফট, মাল্টি পারপাজ ফায়ার রেসকিউ ভেহিকল ক্রয়সহ ফায়ার সার্ভিস কর্মীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে জোর দাবি জানান। তিনি আরও বলেন দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার হওয়া হাজার হাজার কোটি টাকা দেশে ফিরিয়ে এনে সে টাকা দিয়ে ফায়ার সার্ভিসের জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি ও যানবাহন ক্রয় করা সম্ভব হবে।
+ There are no comments
Add yours