নিজস্ব প্রতিবেদকঃ
রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া মুদ্রায় পরিবর্তনের ছোঁয়া আনতে পারে।
মহাত্মা গান্ধীর পাশাপাশি অন্য মনীষীদের ছবিও ছাপা হতে পারে অচিরেই— এমনটাই আভাস দিয়েছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক।
মনীষীদের তালিকায় নাম রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর ও সাবেক রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের।
বিষয়টি নিয়ে প্রাথমিক কাজ শুরু করেছে ভারতের রিজার্ভ ব্যাংক এবং সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অব ইন্ডিয়া।
যে পরিবর্তন আসছে সেটি কেবল কাগজের নোটে। যদিও এর কারণ সম্পর্কে আপাতত কোনো তথ্য জানা যায়নি।
এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ আছে নাকি, সেই ব্যাপারে আলোচনার গুরুত্ব দেখা দিয়েছে অনেক ক্ষেত্রেই।
ইতোমধ্যেই দেখা গেছে, পার্টির অনেক প্রয়াত এবং চর্চিত নামে নানা সরকারি প্রকল্প চালু করেছে ভারতের কেন্দ্রীয় সরকার।
তবে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর বহু দেশেই একাধিক বিজ্ঞ ও সম্মানীয় ব্যক্তি বা রাষ্ট্রপ্রধানের জলছবি ব্যবহারের প্রচলন আছে। মনে করা হচ্ছে, সেই ভাবনা থেকেই কাগজের নোটে গান্ধীর পাশাপাশি অন্য মনীষীদের উপস্থিতির ভাবনা চিন্তা চলছে।
+ There are no comments
Add yours