নিজস্ব প্রতিবেদকঃ
মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় বস্ত্র, আর্থিক প্রতিষ্ঠান, বিদ্যুৎ ও জ্বালানিসহ অধিকাংশ খাতের শেয়ারের দাম কমেছে।
তার বিপরীতে বেড়েছে ব্যাংক ও বিমা কোম্পানির শেয়ারের দাম।
এই দুই খাতের উত্থানে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (৬ জুন) বড় দরপতন থেকে রক্ষা পেয়েছে দেশের পুঁজিবাজার।
তবে এদিন টানা সাত কর্মদিবস সূচকের উত্থানের পর উভয় বাজারে ছন্দপতন হয়েছে।
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৮ পয়েন্ট।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ১৯ পয়েন্ট।
সূচকের পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। তবে বেড়েছে লেনদেনের পরিমাণ।
ডিএসইর তথ্য মতে, রোববার বাজারটিতে ৩৭৯টি প্রতিষ্ঠানের ২৪ কোটি ৮৭ লাখ ৭৪ হাজার ৯২২টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে ১৩০টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২০৯টির, আর অপরিবর্তিত রয়েছে ৪০টির।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ১৯ পয়েন্টে।
+ There are no comments
Add yours