জনগণকে না জানিয়ে কোনো কাজ করার অধিকার নেই

Estimated read time 1 min read
Ad1

নিজস্ব প্রতিবেদকঃ

তথ্য কমিশনার সুরাইয়া বেগম জানিয়েছেন, রাষ্ট্রের মালিক জনগণ।

জনগণকে না জানিয়ে কোনো কাজ করার অধিকার আমাদের নেই।

এ সময় তথ্য না দেওয়ার মানসিকতার পরিবর্তন করারও আহ্বান জানান।

সোমবার (৬ জুন) রাজশাহীতে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভায় এই মন্তব্য করেন তিনি।

বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সভা আয়োজন করে তথ্য কমিশন ও জেলা প্রশাসন।

তাতে প্রধান অতিথি ছিলেন তথ্য কমিশনার।

তিনি আরও বলেন, দেশে তথ্য অধিকার আইন ২০০৯ চালুর পূর্বে তথ্য পাওয়ার ক্ষেত্রে কি অবস্থা ছিল এবং বর্তমানে কতটুকু তথ্য পাচ্ছেন?

১২ বছরে যে উন্নয়ন হয়েছে তার পেছনে রয়েছে এ আইন।

দেশ অনুন্নত থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছে।

আমাদের রয়েছে সর্ববৃহৎ ওয়েব পোর্টাল, এপিএ, এনআইএস ও নাগরিক সনদ, যা তথ্য প্রদান ও প্রকাশে সহায়ক ভূমিকা রাখছে।

অনুষ্ঠানের শুরুতে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন তথ্য কমিশনের জনসংযোগ কর্মকর্তা লিটন কুমার প্রামাণিক। এই অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, জনপ্রতিনিধি, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও সাংবাদিকসহ সুধীজন অংশ নেন।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours