নিজস্ব প্রতিবেদকঃ
অগ্নিকাণ্ডের শিকার সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর ম্যানেজিং ডিরেক্টর (এমডি) চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মুজিবুর রহমান।
দলের এমন একটি পদে থাকায় তিনি নিয়ম-কানুন মানার প্রয়োজনীয়তা বোধ করেননি বলে অভিযোগ করেছেন বিএনপির সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
সোমবার একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এমন অভিযোগ করেন।
একইসঙ্গে ডিপো মালিকের (এমডি) খুঁটির জোর নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
রুমিন ফারহানা বলেন, তিনি অনুমোদন ছাড়া ডিপো তৈরি করেছেন।
সেই ডিপোতে অনুমোদন না নিয়ে কেমিক্যাল রেখেছেন।
এমনকি যখন সেখানে আগুন লেগেছে, তখন অগ্নিনির্বাপণের জন্য যারা গেছেন, তাদের কেমিক্যালের বিষয়ে অবহিত করেননি।
এই খুঁটির জোর তিনি কোথা থেকে পেলেন?
বিএনপিদলীয় এ সংসদ সদস্য বলেন, অনিয়মের কথা মিডিয়ার কাছে স্বীকার করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রীও। বাংলাদেশে যেহেতু দায়িত্ব স্বীকার করে নিয়ে পদত্যাগের কোনো সংস্কৃতি নেই, সেজন্য আমি নৌপরিবহন প্রতিমন্ত্রীর পদত্যাগ চাইছি না। এদিকে ফায়ার সার্ভিসের একজন পরিচালক লে.ক. রেজাউল করিম স্পষ্টভাবে জানিয়েছেন, সেই ডিপোর দায়িত্বশীল কেউ বা মালিকপক্ষের কেউ তাদের জানাননি এখানে কেমিক্যাল রাখা আছে। সেটা জানা থাকলে অগ্নিনির্বাপণের জন্য ব্যবস্থা হতো একেবারেই ভিন্ন। তাতে বিস্ফোরণের সম্ভাবনা অনেক কমে যেত।
+ There are no comments
Add yours