নিজস্ব প্রতিবেদকঃ
বিএনপির শাসনামলে সারাদেশে সুপেয় পানি সরবরাহের জন্য বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছিল বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।
তিনি বলেন, বিএনপি আমলে পানি পাওয়ার জন্য মারামারি, খুনোখুনি হতো। সে সময় পানি সরবরাহ করতে সেনাবাহিনী নামাতে হয়েছিল।
ইতিহাস তো উনারা জানেন। কিন্তু বর্তমান সরকারের আমলে সারাদেশে ৯৮ শতাংশ অঞ্চল পানি সরবরাহের আওতায় রয়েছে, যা বিশ্বে ইতিহাস তৈরি করেছে।
সোমবার (৬ জুন) জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।
জবাবে মন্ত্রী তাজুল ইসলাম বলেন, ২০৩০ সালের মধ্যে আমরা সারফেস ওয়াটার ট্রিটমেন্টের মাধ্যমে ৭০ শতাংশ পানি সরবরাহের দিকে শিফট করতে সক্ষম হব।
সে লক্ষ্যমাত্রা নিয়েই আমরা কাজ করছি।
+ There are no comments
Add yours