নিজস্ব প্রতিবেদকঃ
জাতীয় বাজেটে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা এবং বর্জ্যকে সম্পদে রূপান্তরিত করার পৃথক ও সুনির্দিষ্ট খাত বরাদ্দ করাসহ ১১ দফা সুপারিশ জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), বারসিক ও ঢাকা কলিং প্রকল্প।
আজ (মঙ্গলবার) রাজধানীর পরিবেশ অধিদপ্তরের মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভা থেকে এসব সুপারিশ তুলে ধরা হয়।
‘পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সমাজের সক্রিয় অংশগ্রহণ’ শীর্ষক এ আলোচনা সভা থেকে এসব সুপারিশ জানানো হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) চেয়ারম্যান আবু নাসের খান।
আরও বক্তব্য রাখেন- পরিবেশ অধিদপ্তরের পরিচালক (বায়ুমান ব্যবস্থাপনা) সৈয়দ নজমুল আহসান,
দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) নির্বাহী পরিচালক ডা. দিবালোক সিংহ, বারসিক পরিচালক রোমাইসা সামাদ প্রমুখ।
আলোচনায় ধারণাপত্র উত্থাপন করেন গবেষক পাভেল পার্থ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সানজিদা জাহান আশরাফী এবং প্রারম্ভিক শুভেচ্ছা বক্তব্য দেন ঢাকা কলিং প্রজেক্ট ম্যানেজার ফেরদৌস আহমেদ।
+ There are no comments
Add yours