নিজস্ব প্রতিবেদকঃ
আগামী ২৫ জুন উদ্বোধন হতে যাওয়া পদ্মা সেতু নিয়ে এখনো নিজের আক্ষেপ রয়েছে।
বুধবার (৮ জুন) একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশনে,
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আনীত সাধারণ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনা পদ্মা সেতু’ নামকরণ করে প্রধানমন্ত্রীর কাছে মন্ত্রণালয় থেকে সারসংক্ষেপ পাঠানোর পরও তিনি ফিরিয়ে দিয়েছেন।
পদ্মা সেতু নিয়ে নিজের আক্ষেপ রয়েছে। আমি বার বার ছুটে গিয়েছি প্রধানমন্ত্রীর কাছে।
ঈদের দিন বিকেলেও গিয়েছি। সারা বাংলাদেশ শেখ হাসিনার নামে সেতুর নাম চেয়েছিল।
এই সেতুর নাম শেখ হাসিনা পদ্মা সেতু…আমি এখনো বলব। তাহলে আমরা অকৃতজ্ঞ জাতি হয়ে যাব, যদি প্রধানমন্ত্রীকে এই মর্যাদা থেকে দূরে সরিয়ে রাখি।
মন্ত্রণালয় থেকে সারসংক্ষেপ পাঠানোর কথা জানিয়ে তিনি বলেন, সেদিন আমি খুব কষ্ট পেয়েছি। তারপরও আমি মনে করি…কাগজে লিখো নাম, সে নাম ছিঁড়ে যাবে, পাথরে লিখো নাম ক্ষয়ে যাবে। হৃদয়ে লিখো নাম, রয়ে যাবে।
সেই অপমানের প্রতিশোধ নেওয়ায় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান ওবায়দুল কাদের।
+ There are no comments
Add yours