এম হেলাল উদ্দিন নিরব, চন্দনাইশ-
চট্টগ্রাম চট্টগ্রামের চন্দনাইশ গাছবাড়িয়া কলেজের মেধাবী ছাত্র জাহেদুল ইসলাম আউয়ালকে হত্যা করে পালিয়ে আছে আসামীরা।
জাহেদ হত্যার ২১ দিন পার হলেও নিরব ভূমিকা পালন করছে প্রশাসন।
আটক করবে বলে বলে পার হয়ে গেছে ২১ দিন।এখনো আটক করতে পারিনি আসামিদের।
এদিকে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা বলেন, জাহেদ হত্যাকান্ডের সাথে জড়িত আসামিদের আটক করতে না পারলে আরো কঠোর আন্দোলন করবে বলে হুশিয়ারী।
তারা আরো বলেন, ছাত্রসমাজ কে চেতিয়ে দিলে পরিণাম কিন্তু ভালো হবে না,আন্দোলন চলতে থাকবে আরো কঠোর ভাবে।
এসময় বিক্ষোভকারীরা বলেন,
গাছবাড়িয়া কলেজ ছাত্রলীগ নেতা জাহেদুল ইসলাম আউয়ালের হত্যার ২১ দিন পার হওয়ার পরও এখনো কোনো আসামি গ্রেপ্তার করতে না পারায় গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে চট্টগ্রাম মহাসড়কে গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের আহবায়ক সাইফুল ইসলাম বাবু সভাপতিত্বে এবং যুগ্ন আহবায়ক সাফা নূর চৌধুরী ও আবিদুল ইসলাম চৌধুরী সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। আজ ( ৯ জুন) বৃহস্পতিবার, গাছবাড়িয়া কলেজের সামনে মানবন্ধন করেন বিক্ষোভকারীরা। মাঝখানে বিক্ষোভ আন্দোলন বের করে কলেজ গেইট এসে শেষ সমাপ্ত হয়।তবে আন্দোলনকারী বলেন,যেকোনো মুহুর্তে কঠোর আন্দোলনের ডাক দিবেন তারা।
এতে উপস্থিত ছিলেন,
চন্দনাইশ পৌরসভা ছাত্রলীগ সভাপতি মুহাম্মদ আমির হোসেন চৌধুরী,
চন্দনাইশ উপজেলা ছাত্রলীগ সাবেক যুগ্ম-আহবায়ক মাসুদ চৌধুরী ও জাহেদ চৌধুরী।
গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগ নেতা রবিউল হোসেন চৌধুরী,
নাঈম উদ্দীন চৌধুরী রাকিব, সাকিব,সিজান,সাজ্জাদ, আরফান,মুনতাছির ইমন,রবিন,শফিউল, সিরাজুল হক, ডিহান,রাতুল,নাবিল,রিহৃয়,শহিদ প্রমুখ
+ There are no comments
Add yours