নিজস্ব প্রতিবেদকঃ
গাঁজা উৎপাদন, বিক্রি, গাঁজা দিয়ে খাদ্য ও পানীয় তৈরি এবং খোলাবাজারে সেসবের কেনাবেচাকে বৈধ ঘোষণা করেছে থাইল্যান্ডের সরকার।
বৃহস্পতিবার এ ঘোষণা দেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
করোনা মহামারির কারণে ক্ষতিগ্রস্ত দেশটির কৃষি ও পর্যটন খাতকে আরও উৎপাদনশীল ও লাভজনক করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে, সরকারের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে থাইল্যান্ডের সাধারণ জনগণ। বৃহস্পতিবার দেশটির বিভিন্ন শহরের গাঁজা ও গাঁজা থেকে প্রস্তুক করা খাদ্যপণ্য বিক্রির দোকানগুলোতে রীতিমতো ভিড় শুরু হয়েছে।
+ There are no comments
Add yours