আজিজুল হক চৌধুরীঃ
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা আক্রান্ত রোগীদের জন্য ২১ বেডের করোনা আইসোলেশন ওয়ার্ড ও সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে ১১ টায় চট্টগ্রাম-০৮ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্ধোধন করেন।
এ সময় বোয়ালখালী উপজেলা ৫০ শর্য্যা স্বাস্থ্য কমপ্লেক্সে ২১ বেড নিয়ে করোনা আইসোলেশন ওয়ার্ড হিসেবে ঘোষণা করা হয়। উপজেলায় করোনা আক্রান্ত রোগীদের ভর্তির পর আইসোলেশন ওয়ার্ডে সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ডা: তাপস কান্তি মজুমদার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফারহানা কাদেরী, ও সহকারি সার্জন ডাঃ রাজর্ষি নাগের সঞ্চালনায় এই সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নুরুল আলম,সহকারি কমিশনার (ভূমি) মোজাম্মেল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, ভাইস-চেয়ারম্যান এস,এম সেলিম, থানা অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিম,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শফিউল আলম, বিশিষ্ট সমাজসেবক হাজী জানে আলম,মহানগর আওয়ামী লীগনেতা তসকির আহমদ, হারুন -হাছান ফাউন্ডেশন এর প্রতিনিধি মোঃ রায়হান প্রমূখ
এছাড়াও দলীয় নেতাকর্মী ও হাসপাতালের কর্মকর্তা কর্মচারিরা উপস্থিত ছিলেন।
+ There are no comments
Add yours