মুহাম্মদ উজ্জ্বল, চট্টগ্রাম মহানগর:
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মহাসচিব শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন-
ভারতের বিজেপি নেত্রী নুপুর শর্মা মহানবী (দঃ) ও হযরত আয়েশা সিদ্দিকা (রাদ্বি আনহা)কে নিয়ে যে ঔদ্ধ্যত্য ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন-
তা বিশ্ব মুসলিম কমিউনিটির হৃদয় ভেঙ্গে খানখান হয়ে গেছে।
এধরণের গর্হিত কাজের মধ্য দিয়ে গণতান্ত্রিক মুখুশের আড়ালে ভারত সরকারের সাম্প্রদায়িক ও প্রতিক্রিয়াশীল মনোবৃত্তিরই বহিঃপ্রকাশ ঘটেছে।
যা বিশ্ব পরিমণ্ডলে নিঃসন্দেহে অবাঞ্ছিত সাম্প্রদায়িক হানাহানিকে উস্কে দেবে।
ভারত সরকার যে উগ্রবাদী ও কট্টরপন্থী এ ন্যাক্কারজনক ঘটনার মধ্য দিয়ে তা আবারও প্রমাণিত হলো।
এটি অনস্বীকার্য যে, ভারত বিবিধ ছুতোনাতায় সময়ে- অসময়ে সাম্প্রদায়িক উন্মাদনা সৃষ্টির মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার পাঁয়তারায় লিপ্ত থাকে।
তিনি এ অবাঞ্ছিত ঘটনার তীব্র ক্ষোভ ও নিন্দা জানান।
এডভোকেট আবু নাছের তালুকদার বলেছেন- বিজেপি নেত্রীর এহেন ধৃষ্টতাপূর্ণ আচরণে তাবৎ মুসলিম দুনিয়া ক্ষোভে ফুঁসছে।
ইতোমধ্যে অনেক দেশ ভারতীয় পণ্য বর্জনসহ কুটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করারও ডাক দিয়েছে।
তাই অবিলম্বে এ মহিলাকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে ভারত সরকারকে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।
অন্যথায় ভারতকে চরম মূল্য দিতে হবে বলে তিনি কঠোর হুশিয়ারী উচ্চারণ করেন।
উপরন্তু বাংলাদেশকে এ ঘটনার জন্য সংসদে নিন্দা প্রস্তাব আনাসহ ইতিবাচক কুটনৈতিক তৎপরতার মাধ্যমে সক্রিয় ও দায়িত্বশীল ভুমিকা রাখার উপরও গুরুত্বারোপ করেন। উপরন্তু জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপে এগিয়ে আসার জন্যও তিনি উদাত্ত আহবান জানান। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে অদ্য ৮ জুন ২০২২ ইং বৃহস্পতিবার বিকেল ৪টায় জামালখানস্থ চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে ভারতের বিজেপি নেত্রী কর্তৃক মহানবী (দঃ) ও হযরত আয়েশা (রাদ্বি) এর বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশপূর্ব মানববন্ধনে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি আলহাজ্ব এইচ এম মুজিবুল হক শাকুর এর সভাপতিত্বে অদ্য ৯ জুন,
বৃহস্পতিবার বিকাল ৪টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ভারতের বিজেপি সরকারের মুখ পাত্র কতৃক মহানবী হজরত মুহাম্মদ (দঃ) ও উম্মুলুল মুমেনিন হযরত মা আয়েশা (রাদিঃ) কে কটুক্তির প্রতিবাদে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মহাসচিব শাইখুল ইসলাম অধক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর, উদ্বোধন করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর ভাইস চেয়ারম্যান এড, এম আবু নাসের তালুকদার, বক্তব্য রাখেন অধ্যক্ষ এম ইব্রাহিম আখতারী, ছৈয়দ হাফেজ আহমদ, মাওলানা নুর মোহাম্মদ সিদ্দিকী, অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন, মাওলানা স ম শহিদুল হক ফারুকী, মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদ, অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম নেজামী, মাওলানা মাইনুদ্দীন চৌধুরী হালিম, মাওলানা আনিস আহমেদ, মাওলানা — বারী আব্দুল করিম, মাওলানা হাসমত আলী তাহেরী, মাওলানা মোজাম্মেল হক, মাওলানা মহিউদ্দিন তাহেরি, শাহ্জাদা মইনুদ্দীন হাসান সন্জরী, প্রমুখ।
+ There are no comments
Add yours