সুবর্ণচর, কোম্পানীগঞ্জ ও সন্দ্বীপের ৬ হাজার ভূমিহীন পাবে স্থায়ী ঠিকানা

Estimated read time 1 min read
Ad1

নিজস্ব প্রতিবেদকঃ

চর উন্নয়ন ও বসতি স্থাপন প্রকল্প-ব্রিজিং (সিডিএসপি-বি) এর উদ্যোগে নোয়াখালীর সুবর্ণচর,

কোম্পানীগঞ্জ ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার ৬ হাজার ভূমিহীন পাবে স্থায়ী ঠিকানা।

বৃহস্পতিবার (৯ জুন) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিডিএসপি-বি (ভূমি মন্ত্রণালয় অংশ) প্রকল্পভুক্ত এলাকার

ভূমি সম্প্রসারণের কর্মপন্থা নির্ধারণ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রকল্প পরিচালক ও নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

dhakapost

নোয়াখালী ও চট্টগ্রাম জেলাধীন উপকূলীয় চরাঞ্চলের উড়ির চর

এবং চর নাঙ্গুলিয়ায় বসবাসরত বিপুল সংখ্যক জনগোষ্ঠীর দারিদ্র বিমোচন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত হবে।

একইসঙ্গে উপকূলীয় অধিবাসীদের নিরাপদ বসবাস স্থাপন ও তাদের জীবনযাত্রার মান উন্নয়নে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এ সময় স্থানীয় সরকারের উপ পরিচালক মো. আবু ইউসুফ, সৈকত রায়হান, মো. মাসুদুর রহমান, মো. তারিকুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এএফএম শামীম, মো. ইমামুল হাফিজ নাদিম, দেবাশীষ অধিকারী, দেবব্রত দাশসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours