নিজস্ব প্রতিবেদকঃ
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন ছাড়া দেশের বিদ্যমান সংকটের নিরসন হবে না।
২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট প্রত্যাখ্যান করে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) একাংশের মহাসচিব শাহাদাত হোসেন সেলিম এ কথা বলেন।
শুক্রবার (১০ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটেতে এলডিপির জাতীয় কার্যনির্বাহী কমিটির এক বিশেষ বর্ধিত সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
প্রস্তাবিত বাজেট প্রত্যাখ্যান করে এলডিপি একাংশের মহাসচিব বলেন, এই বাজেট গতানুগতিক।
এতে দরিদ্র জনগোষ্ঠী আরও দরিদ্র হবে এবং দুর্নীতিবাজদের দুর্নীতি করার সুযোগ তৈরি করবে।
এই বাজেট দেশের জন্য কোন কল্যাণ বয়ে আনবে না।
+ There are no comments
Add yours