নিজস্ব প্রতিবেদকঃ
পাচার হওয়া অর্থ দেশে আনলে কোনো প্রশ্ন করা হবে না— জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
যারা টাকা বিদেশে পাচার করেছেন, তাদের জন্য দেশে টাকা ফিরিয়ে আনা এখনই মোক্ষম সময়।
শুক্রবার (১০ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী এমন মন্তব্য করেন।
বিকেল ৩টা ১০ মিনিটে বাজেটোত্তর এ সংবাদ সম্মেলন শুরু হয়।
সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, অর্থপাচার করে পি কে হালদার ভালো অবস্থায় নেই।
যে টাকা নিয়ে গেছেন, ইন্ডিয়ান গভর্নমেন্ট বলেছে ফেরত দেবে। হালদারকেও বের করে দেবে। তাকে দেশে আনা হবে।
আমরা বাজেটে বলে দিয়েছি, এটা নিয়ে কোনো প্রশ্ন করা হবে না। এর আগে রেমিট্যান্সেও প্রণোদনা দিয়ে বলেছিলাম, কোনো প্রশ্ন করা হবে না। আমরা প্রশ্ন করিনি। আগামীতেও প্রশ্ন করা হবে না— বলেন অর্থমন্ত্রী।
+ There are no comments
Add yours