মহানবী (সাঃ) ও আয়শা (রাঃ) কে কটুক্তির প্রতিবাদে রাঙ্গুনিয়া ওলামা পরিষদের বিক্ষোভ

Estimated read time 1 min read
Ad1

মুজিবুল্লাহ আহাদ (চট্টগ্রাম)

সারাদেশের ন্যায় চট্টগ্রাম রাঙ্গুনিয়ার উপজেলায় ও মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) ও আয়শা (রাঃ) কে নিয়ে ভারতে (বিজেপি) নেতার অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে রাঙ্গুনিয়ার বিভিন্ন স্থানে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও  সমাবেশ অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১০ জুন) বিকালে রাঙ্গুনিয়া ওলামা পরিষদের উদ্যোগে চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নের লিচুবাগান এলাকায় বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

যেখানে অংশ নিয়েছেন কয়েকহাজার নবীপ্রেমি মুসলিম জনসাধারণ। বিক্ষোভ মিছিলটি বিকাল ৪টার দিকে চন্দ্রঘোনা সূফিগোট্টা থেকে শুরু হয়ে কয়েক কিলোমিটার সড়ক প্রদক্ষিণ শেষে লিচুবাগানে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

রাঙ্গুনিয়া ওলামা পরিষদ সভাপতি মাওলানা আনাস মাদানীর সভাপতিত্বে এবং মাওলানা নাজমুল হকের সঞ্চালনায় বক্তব্য দেন মাওলানা নুরুল আজিম, মাওলানা মুবিনুল হক, মাওলানা সিরাজদৌল্লা, মাওলানা হাবিবুল্লাহ, মুফতি মাওলানা মুহাম্মদ জসীম, মুফতি গিয়াসউদ্দিন, মুফতী দিলদার বিন কাসেম, রহমত উল্লাহ শাহীন, ক্বারী ইসমাঈল,মাওলানা রফিক, নুর কবির, আব্দুল হামিদ,বলিয়াকত আলী, হাবিবুল্লাহ রাব্বানি, নুরুল আমিন, আব্দুল আজিজ, হাফেজ সফিউল আলম, মো. মামুন, মো. আরিফ, মো. নেজাম, মোহাম্মদ বিন মাহবুব, মো. তোয়াসিন প্রমুখ।

সমাবেশে নবীর প্রতি কটুক্তিকারীদের শাস্তির আওতায় আনতে ভারতের প্রতি আহবান জানান এবং ভারতকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাওয়ার জন্য বলেন।সমাবেশে শেষে মুনাজাত পরিচলনা করে মাওলানা রফিকুল ইসলাম।

ভবিষ্যতেও কেউ যেনো এই ধরনের নবী অবমাননাকর কথা বলতে না পারে সেজন্য প্রয়োজনে আইন করারও ভারতের প্রতি আহবান জানান নেতৃবৃন্দ।দেশের মুসলিম জনসাধারণকে ভারতীয় পণ্য ও ভারতীর চ্যানেল বয়কটের আহবান জানান আন্দোলনকারীরা।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours