নিজস্ব প্রতিবেদকঃ
টেনিস ফেডারেশনের রাজধানীর শাহবাগের মতো জায়গায় বিশাল কমপ্লেক্স সহ নানা সুযোগ সুবিধা থাকার পরেও এই ফেডারেশনটি নানা কারণে নিষ্ক্রিয়।
২০১৯ সালের পর এই প্রথম বাংলাদেশের কোনো টেনিস দল দেশের বাইরে যাচ্ছে।
টেনিস ফেডারেশনে গত কয়েক বছরের মধ্যে ততোধিক সাধারণ সম্পাদক দায়িত্বে ছিলেন।
তবে অত্যন্ত দক্ষতার পরিচয় দিচ্ছেন বর্তমান সাধারণ সম্পাদক পরিমল সিংহ।
তার এই কয়েক মাসের মেয়াদকালের মধ্যেই দুই বছর পর কোনো টেনিস দল দেশের বাইরে খেলতে যাচ্ছে।
নেপালের ললিতপুরে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ১৩-১৭ আইটিএফ অনুর্ধ্ব ১২ টেনিসে অংশ নেবে বাংলাদেশ।
স্বাগতিক নেপাল ছাড়াও আফগানিস্তান, ভারত, ভূটান, মালদ্বীপ, পাকিস্তান ও শ্রীলঙ্কা অংশ নেবে এই প্রতিযোগিতায়।
বাংলাদেশ থেকে সাত জনের দল এই প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য ১২ জুন আগামীকাল দেশ ছাড়বে।
বাংলাদেশ দলঃ
বালক: রাজিব হোসেন, মুশফিকুর রহমান আপন ও কাব্য গায়েন
বালিকা: জারা হুমায়রা হায়দার ও সারা আল জসিম
ক্যাপ্টেন: মোজাহিদুল হক মন্টি (বালক দল) ও দেলোয়ার হোসেন (বালিকা দল)
+ There are no comments
Add yours