নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ওপর সন্ত্রাসী হামলা, লাঞ্ছনা,
কটূক্তি ও সরকারি সম্পত্তি ভাঙচুরের প্রতিবাদে কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করছেন রাজধানীর ঢাকা কলেজের শিক্ষকরা।
রোববার (১২ জুন) সকাল ১১টায় এ কর্মসূচি শুরু হয়।
দুপুর ১২টা পর্যন্ত এটি চলার কথা রয়েছে।
বিসিএস সাধারণ শিক্ষা সমিতি ঢাকা কলেজ ইউনিটের আয়োজনে এই কর্মবিরতিতে অংশ নিয়েছেন ঢাকা কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও ইউনিটের সভাপতি অধ্যাপক এ.টি.এম. মইনুল হোসেন,
কোষাধ্যক্ষ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মামুনুর রশীদ
ও ঢাকা কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক ড. মো. আবদুল কুদ্দুস সিকদারসহ কলেজের সব বিভাগের অধ্যাপক,
সম্পাদক সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. দিললুর রহমান, যুগ্ম-সম্পাদক পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মো. আলতাফ হোসেন,
সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক ও শিক্ষা ক্যাডারের অন্যান্য কর্মকর্তারা।
প্রসঙ্গত, ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজে স্নাতক এবং এইচএসসি পরীক্ষার্থীদের ফরম ফিলাপের ফি কমানোকে কেন্দ্র করে গত ৮ ও ৯ জুন শিক্ষকদের মারধর ও অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে।
এই ঘটনায় প্রথমে সাধারণ ডায়েরি ও পরবর্তীতে মামলা দায়ের করা হয়।
+ There are no comments
Add yours