উলিপুরে রাস্তায় কালভার্ট ভেঙ্গে গর্ত মানুষের চলাচল অবস্থা বিচ্ছিন্ন

Estimated read time 1 min read
Ad1

ইউনুস আলী, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুরে নির্মাণাধীন কালভার্ট ভেঙ্গে পড়ায়, ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী,

বিভিন্ন পেশাজীবী লোকজন বিভিন্ন যানবাহন চলাচলে ইউনিয়ন পরিষদ কার্যালয় সহ একমাত্র রাস্তাটি যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

জানা গেছে, কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার ১২ নং বেগমগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পার্শ্ববর্তী টানা বৃষ্টিতে গতকাল রবিবার রাতে একটি নির্মাণাধীন ইউডেন কালভার্ট ভেঙ্গে যাওয়ায় একমাত্র চলাচলের রাস্তাটি গর্তে পরিণত হওযায় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী চাকুরীজীবী বিভিন্ন এনজিও কর্মী, বিভিন্ন পেশাজীবী লোকজন চলাচল ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে তাছাড়াও বিভিন্ন যানবাহন সহ মোল্লারহাট বাজার ও ইউনিয়ন পরিষদ কার্যালয় লোকজনের যোগাযোগ অবস্থা চরম দুর্দশা হয়ে পড়েছে।

স্থানীয় লোকজন বিভিন্নভাবে কালভার্টটি আটকানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়ে যায়। এতে করে রাত থেকেই বিভিন্ন ইউনিয়নের হাজার হাজার লোকজনের চলাচলের রাস্তাটি বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয় কর্তিক গত ২০১৮- ২০১৯ইং অর্থবছরে দেড় লক্ষ টাকা ব্যয় এলজি এসপি-৩ প্রকল্পের আওতায় প্রকল্পের নামঃ ৩ নং ওয়ার্ডের শহিদুল এর বাড়ির নিকট ইউড্রেন নির্মান।

স্থানীয়রা জানিয়েছেন, কালভার্টটি নির্মাণ কাজে দায়সারা ভাবে কাজ করা হয়েছে।

এ ব্যাপারে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বিষয়টি দেখবেন

এবং আগামী দু-একদিনের মধ্যে লোকজনের যাতায়াতের সুব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।

ইউপি চেয়ারম্যান বাবলু মিয়া জানান ইতিপূর্বে সাবেক ইউপি চেয়ারম্যান বেলাল হোসেনের দায়িত্ব পালনের সময়

কালভার্ট নির্মাণ হয়েছিল বর্তমান তা ভেঙ্গে পড়ায় ইউনিয়ন বাসীর চলাচল অবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।

নব যোগদানকারী ইউনিয়ন সচিব শেখ আলমগীর কবির কালভার্টটি ভেঙ্গে যাওয়া লোকজনের চলাচলের অবস্থা খুবই খারাপ হয়েছে।

রাস্তাটি সংস্কারের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দৃষ্টি আকর্ষণ করি।

স্থানীয় ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলাম রাস্তাটি সংস্কার জন্য কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours