সুজন চৌধুরী,চট্টগ্রামঃ
সীতাকুন্ড বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকান্ডে আহত রোগীদের চিকিৎসার্থে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ওষুধ ও চিকিৎসা সামগ্রী প্রদান করেন আওয়ামীলীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ- কমিটির সদস্য এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক রেজাউল করিম।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শামীম আহসান এর হাতে এসব ওষুধ ও চিকিৎসা সামগ্রী হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক রেজাউল করিম,চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চর্ম ও যৌন বিভাগের মেডিকেল অফিসার ডাঃ ঈশিতা আইরিন,ডিপার্টমেন্ট অফ সার্জারীর এম এস সার্জারী রেসিডেন্ট ডা. সৈয়দ আফতাব উদ্দীন,এসডিজি ইয়ুথ ফোরাম’র সভাপতি নোমান উল্লাহ বাহার, সমাজ কর্মী ও লেখক নেছার আহমেদ খান, সম্মিলিত সামাজিক সংগঠন পরিষদের সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম শরিফ প্রমুখ ।
+ There are no comments
Add yours