নিজস্ব প্রতিবেদকঃ
দেশের উন্নয়নের স্বার্থে অপপ্রচার প্রতিহত করতে হবে।c
রোববার (১২ জুন) সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং গুজব প্রতিরোধ বিষয়ক আলোচনা সভায় এই তাগিদ দেন রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল।
জেলা প্রশাসকের দপ্তরের সম্মেলন কক্ষে ওই সভা আয়োজন করে জেলা তথ্য অফিস।
তাতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল জলিল।
এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসের পরিচালক ফরহাদ হোসেন।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়নকে তরান্বিত করতে আমাদের আরও দায়িত্বশীল হতে হবে।
জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করতে হবে।
উন্নয়নের স্বার্থে যে কোনো অপপ্রচার প্রতিহত করতে অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের একতাবদ্ধ থাকতে হবে।
যে কোনো ধরনের গুজব, মিথ্যাচার, অপরাজনীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
তারা আরও বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার দৃঢ়, বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বের কারণে বাংলাদেশ অনেক বাধা-বিঘ্ন অতিক্রম করে সামনে এগিয়ে যাচ্ছে।
প্রত্যেকেরই নিজ নিজ অবস্থান থেকে সাম্প্রদায়িকতা, গুজব ও অপপ্রচার রুখতে আরও বেশি সজাগ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।
+ There are no comments
Add yours