নিজস্ব প্রতিবেদকঃ
চলতি বছর এ পর্যন্ত (১২ জুন) ৭ হাজার ৫৭৩ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।
হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
- সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২৬৮
- বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৪ হাজার ৩০৫ জন
এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক।
১২ জুন সরকারি ব্যবস্থাপনার অষ্টম ফ্লাইট যোগে ৪০৯ জন হজযাত্রীরা কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন।
সৌদি আরবে নিযুক্ত জেদ্দার মৌসুমি হজ অফিসার মোহাম্মদ মাহবুব আলমসহ অন্যান্য কর্মকর্তারা বিমান বন্দরে উপস্থিত হয়ে হজযাত্রীদের স্বাগত জানান।
সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট গত ৫ জুন শুরু হয়েছে। সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট।
+ There are no comments
Add yours