নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকার মোহাম্মদপুর এলাকায় “ঢাকা উদ্যানে” মুসল্লিদের বিক্ষোভের সময় মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদসহ পুলিশের ওপর হামলায় ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় তাদের ওয়াকিটকি ছিনিয়ে নেওয়ারও অভিযোগ উঠে।
রবিবার (১২ জুন) মোহাম্মদপুরের বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ।
সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন-
- মোস্তাফিজুর (৪৭)
- উমর ফারুক (৪১)
- আশিক (৩০)
- মুন্না (১৯)
- অন্তর (২০)
- আব্দুল খালেক (২২)
- মিজান (২১)
- শাওন (১৯)
- নুর নবী (২২)
- শাহিন (২২)
- মাসুদ (২৩)
- আবুল কালাম (২৯)
বিষয়টি খবর বাংলাকে নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) তোফাজ্জল হোসেন।
তিনি বলেন, ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে শুক্রবার জুম্মার নামাজের পর ঢাকা উদ্যানে বিক্ষোভ সমাবেশ করেন মুসল্লিরা।
এ সময় মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও এএসআই সহ পুলিশের ওপর হামলা চালানো হয়।
এ সময় তার কাছে থাকা ওয়াকিটকি নিয়ে যায় হামলাকারীরা।
গুরুতর আহত অবস্থায় মোহাম্মদপুর থানার ওসি ও এএসআই জাহাঙ্গীরকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ওসি আবুল কালাম আজাদকে হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় মোহাম্মদপুর থানার এএসআই পান্নু মোল্লা বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি মামলা (মামলা নং-৬৪) দায়ের করেন।
মামলা হওয়ার পর থেকে পুলিশের ওপর হামলার ঘটনায় সিসি টিভি ফুটেজ দেখে দুইজন এজাহারনামীয় আসামিসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়।
+ There are no comments
Add yours