আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ
সর্বকালের সর্ব শ্রেষ্ঠ মহামানব মানবতার মুক্তির দূত মহানবী হজরত মুহাম্মদ (সঃ)কে কটুক্তি করার প্রতিবাদে ঝালকাঠিতে একের পর এক বিক্ষোভে মিছিল ও সমাবেশে অবঢাহত রয়েছে।
তাওহিদী ও ধর্মপ্রাণ মুসলমানেরা বিভিন্ন ব্যানারে বিক্ষোভ ও সমাবেশ অব্যহত রেখেছেন।
সোমবার (১৩ জিন) বিকেলে ঝালকাঠির নলছিটিতে শহরের প্রাণ কেন্দ্র বাসস্ট্যান্ডে বিজয় উল্লাস চত্তরে প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ হিজবুল্লাহ নললছিটি উপজেলা শাখা।
এতে নেতৃত্ব দেন উপজেলা হিজুল্লাহ সাধারণ সম্পাদক ও নলছিটি ইসলামিয় ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ (ভার প্রাপ্ত) মাও বাউদ্দিন।
এতে শতাধিক মোমিন মুসলমান অংশ নেয়।
এছাড়াও ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগর ইউনিয়নে মহানবী হযরত মুহাম্মদ (স:)
এবং হযরত আয়েশা সিদ্দীকা (রা:) কে নিয়ে অশালীন ও অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠান হয়েছে।
রোববার বিকেল ৫টায় শুক্তাগড় ইউনিয়নের সর্বস্তরের মুসলিম জনতার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কেওতা ঘিগড়া ফাজিল মাদ্রাসার মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু করে বলারজোর বাজার হয়ে আউখিরার ভিতর থেকে আবার কেওতা মাদ্রাসার মাঠে বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য প্রদান করেন, কেওতা ঘিগড়া ফাজিল মাদ্রাসার পেশ ইমাম মাওলানা মোঃ খাইরুল ইসলাম,
একেশ্বারা জামে মসজিদের খতিব মাওলানা মোঃ লোকমান, মাওলানা মোঃ আলাউদ্দিন প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রিয়াদ হোসেন, রাসেল তালুকদার, মোঃ চমন তালুকদার, শফিকুল ইসলাম,
মোঃ ফেরদৌস (রিপন), মো. সিব্বির সহ এলাকার সহস্রাধিক ধর্মপ্রান মুসলমান।
এসময় বক্তারা ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল কর্তৃক
নবী করিম (সাঃ) এবং মা আয়েশা (রাঃ) এর নামে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ করে তাদের ভারতীয় আইনে বিচারের আওতায় এনে ফাঁসির আদেশ প্রদানের দাবি করেন।
বিশ্বের মুসলিম অনেক দেশ ভারতের সকল প্রকার পণ্য বর্জন করেছে। আমরাও ভারতের সকল পণ্য বন্ধ করে দিবো।
আগামীতে হযরত মুহাম্মদ (স:) কে নিয়ে বাজে, অরুচিপূর্ণ ও কটূক্তি করলে তৌহীদি জনতা কঠোরতর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি প্রধান করেন।
এছাড়াও ঝালকাঠি সদর ও কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সমাবেশের খবর পাওয়া গেছে।
+ There are no comments
Add yours