আজ মধ্যরাত থেকে শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা

Estimated read time 1 min read
Ad1

নুরুল আবছার নূরী:

ফটিকছড়ি উপজেলা ভুজপুর থানার ৪নং সদর ভুজপুর ইউনিয়নের সাধারণ নির্বাচন।নির্বাচন আইনের বিধি অনুযায়ী নির্বাচনের ৭২ঘন্টা পূর্বে নির্বাচনী প্রচারণা আজ মধ্যরাত(১২টার পর)বন্ধ হয়ে যাচ্ছে। নির্বাচন অফিস সূত্রে জানা যায় ফটিকছড়িতে এই প্রথম ইভি এম পদ্ধিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।যা ফটিকছড়ির ইতিহাসে লেখা থাকবে।সকল প্রকার প্রস্তুতি শেষ।ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৫জুন(বুধবার) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ করা হবে।এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৫৮৬৫ জন।পুরুষ -১৩৭৮৯ জন মহিলা -১২০৭৬ জন। সাধারণ ওয়ার্ড ৯টি,সংরক্ষিত ওয়ার্ড ৩টি,

সংরক্ষিত ওয়ার্ড ভিত্তিক ভোটার সংখ্যা:

(ক)সংরক্ষিত আসন ১নং-৮৪৬৬জন।

(খ)সংরক্ষিত আসন ২নং-৮৮৬৩

(গ)সংরক্ষিত আসন ৩নং-৮৫৩৬।

মোট কেন্দ্রের সংখ্যা-১০টি।

মোট ভোট কক্ষের সংখ্যা-৭০ টি।

অস্হায়ী ভোটকক্ষের সংখ্যা১৬টি।

১০টি কেন্দ্রে ১০জন প্রিজাইডিং কর্মকর্তা, ৩জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট,

প্রতিটি কেন্দ্রে১২জন আসনার পর্যাপ্ত পরিমান পুলিশ, বিজিবি,স্ট্রাইকিং ফোর্সও র্যাব থাকবে বলে জানিয়েন নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা বাবু দেবাশীস দাস।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours