লিটন দাস শিবু, চট্টগ্রাম:
আঃ শুক্কুর একজন ছোটো কাটো ফল ব্যবসায়ী, প্রতিদিন কাঁঠাল বিক্রয়ের মাধ্যমে তার জীবিকা নির্বাহ করে গতকাল বেলা ১২.০০ ঘটিকার সময় সিএনজি যোগে অক্সিজেন থেকে মুরাদপুর আসার পথে ভুল ক্রমে সিএনজিতে তার স্মার্ট মোবাইল ফোন রেখে নেমে যান।
যখন মোবাইল এর কথা মনে পড়ে তখন সিএনজি অন্যত্র চলে যায়।
পরবর্তীতে অনেক খোঁজাখুজির পর সে টিআই( প্রশাসন) অনিল চাকমার কাছে অভিযোগ করেন।
পরে রেডিসন গোল চত্ত্বর ডিউটি করা কালীন সময়ে অনিল চাকমা সার্জেন্ট সাইফুল ইসলাম পাটোয়ারিকে বিষয়টি জানালে,
দীর্ঘ সময় অক্লান্ত পরিশ্রমে বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ পর্যলোচনা করে সিএন জি গাড়ির নাম্বার চট্টঃ মেট্রোঃ থ-১২-৮৬৫৪ বের করেন।
পরবর্তীতে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এনএম নাসির উদ্দিন টিআই প্রশাসন অনিল বিকাশ চাকমা ও কং শাহীন এর সহযোগীতায় “আমার গাড়ি নিরাপদ” অ্যাপস্ এর ডাটাবেজ বের করে সিএনজির মালিক এবং চালককে খুঁজে বের করে তারা আঃ শুক্কুরের হারানো মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়।
পরবর্তীতে আজ ১৩জুন সন্ধ্যা ৭.৩০ ঘটিকার সময় আঃ শুক্কুরের হাতে স্মার্ট ফোনটি তুলে দেয়া হয়।
এসময় আঃ শুক্কুর উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ), টিআই প্রশাসন অনিল চাকমা সহ সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
+ There are no comments
Add yours