মু. মুবিনুল হক মুবিন, নাইক্ষ্যংছড়ি:
নাইক্ষ্যংছড়ি হাজি এম এ কালাম সরকারী কলেজের ছুরি মারার ঘটনার মামলায় আরো ২ ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৩ জুন) বেলা ১১ টায় কলেজ কর্তৃপক্ষের সহযোগিতায় এই দুই ছাত্রকে গ্রেপ্তার করতে সক্ষম হন পুলিশ।
এর আগের দিন শনিবার ঘটনার পর কলেজ কর্তৃপক্ষের সহযোগিতায় আটক করেছিল প্রধান আসামি রাকিবুল ইসলামকে।
শেষ অবধি এজাহার নামিয় ৩ জনই গ্রেফতার হলেন।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি টানটু সাহা সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন, কলেজে গত শনিবারের ঘটনায় ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৬ জনকে আসামী করে আহত আক্তার হোসেনের ভাই ইমাম হোসেন ইমরান বাদী হয়ে ঘটনার পর রবিবার নাইক্ষ্যংছড়ি থানায় মামলাটি দায়ের করেন। সোমবার সকালে আটককৃত আসামীরা হলো রহিমুল্লাহ (২১) ও মো. ইসা (২০)। এই দুজনের বাড়ি পার্শ্ববর্তী রামু উপজেলার কচ্ছপিয়া ও গর্জনিয়ায়। আটক তিন জন একই কলেজের ছাত্র। উল্লেখ্য, গত শনিবার সকাল সাড়ে ৯ টায় নাইক্ষংছড়ি হাজি এম এ কালাম সরকারী কলেজ ক্যাম্পাসে উপর্যপুরি ছুরিকাঘাতে ২ ছাত্র গুরুতর আহত হয়। আহতরা হলেন রামুর কাউয়ারখোপের নুর মোহাম্মদের ছেলে শহিদুল কামাল (১৭) ও একই এলাকার আবুল শাহমার ছেলে আক্তার হোসেন (১৭) বলে জানা গেছে।
এদিকে আহত ছাত্রদের দেখতে সোমবার হাসপাতালে ছুটে যান কলেজের অধ্যক্ষ ও আ ম রফিকুল ইসলাম, অধ্যাপক এমদাদুল্লাহ মো. ওসমান, অধ্যাপক মোঃ শাহ আলম ও জসিম উদ্দীন সহ শিক্ষকরা।
এসময় চিকিৎসাধীন ছাত্রদের চিকিৎসার খোঁজখবর নেন।
+ There are no comments
Add yours