মাহবুবুর রহমান জিলানী, টঙ্গী (গাজীপুর)
টঙ্গীর সাতাইশ গুটিয়া আন্দারুল টঙ্গী পশ্চিম থানা এলাকায় ছোট ভাই আলাল মিয়া ওরফে এলেম মিয়ার পৈত্রিক সম্পত্তি বড় ভাই আব্দুস সালাম জালিয়াতি করে ছোট ভাইয়ের সম্পত্তি তার নামে লিখে নেয়। ছোট ভাই আলাল মিয়া ওরফে এলেম মিয়া সরল বিশ্বাস করে কোন দিন বড় ভাইয়ের কাছে তার পৈত্রিক সম্পত্তির দলিল দেখে নি।
কিন্তু কিছুদিন আগে আমার ছোট মেয়েকে বিবাহ দিতে গেলে পারিবারিক টাকার সমস্যা হইলে আমার বাবার পৈত্রিক সম্পত্তি আমি নিজে ভোগদখলকারী টঙ্গী পশ্চিম থানাধীন গুটিয়া মৌজাস্থ সাবেক দাগ নং-৬৪৬, ১২শতাংশ জমি বিক্রয় করিতে গেলে উক্ত জমির কাগজপত্র বিক্রেতার কাছে দিলে সে জানায় উক্ত সম্পত্তি আমার নামে নেই। কিন্তু ছোট ভাইয়ের দখলে বাড়ি ও ধান ক্ষেতের সমস্ত জায়গায়। কিন্তু দলিলে তার কোন নাম নেই। এ বিষয়ে ছোট ভাই বড় ভাই সালামকে জানালে বড় ভাই দেই দিচ্ছি বলে তালবাহানা শুরু করেন।
ছোট ভাই আলাল মিয়া ওরফে এলেম মিয়া অভিযোগ করে বলেন, পৈত্রিক সম্পত্তি এবং ওয়ারিশ সূত্রে উক্ত বিবাদী জালিয়াতি করিয়া তাহার নামে নিয়ে নেয়। যাহার সাবেক দাগ নং-৭৪, জমির পরিমাণ ৪ শতাংশ, ৮৮নং দাগে ১০ শতাংশ, ৫৫নং দাগে ৬শতাংশ, ২২৩নং দাগে ৫শতাংশ, ২৪৬নং দাগে ৮শতাংশ, ২৫৭নং দাগে-৬শতাংশ, ৫৩নং দাগে ১৪শতাংশ, আন্দারুল মৌজাস্থ সম্পত্তি তাহার নামে নিয়ে যায়। তাছাড়াও গুটিয়া মৌজাস্থ সাবেক ৬৪৬নং দাগে ১২শতাংশ জমিসহ আমার বাবার পৈত্রিক সম্পত্তি ও অন্যান্য জমি উক্ত বিবাদী কৌশলে তাহার নামে নিয়ে নেন। পরবর্তী জমি সংক্রান্ত উক্ত বিবাদীকে জিজ্ঞাসাবদ করিলে সে দেই দিচ্ছি বলে বিভিন্ন তালবাহানা করিয়া ঘুড়াইতে থাকে। কিন্তু আমার পাওনা সম্পত্তি উক্ত বিবাদী আমাকে ফেরত দেয় নাই। উক্ত বিবাদী আমার সম্পত্তি কৌশলে প্রতারণা করিয়া আত্মসাৎ করিয়াছে। উক্ত ঘটনার বিষয়ে আমি আমার পরিবারের সদস্যদের সাথে আলোচনা করিয়া টঙ্গী পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি।
এ বিষয়ে বিবাদী আব্দুস সালাম তার সাথে কথা বললে তিনি জানান, আমি আমার ছোট ভাইয়ের জমি জালিয়াতি করে লিখে নেইনি এবং কোন দলিলে যদি লেখা থাকে তাহলে আমি আমার ছোট ভাইকে দিতে রাজি আছি। সে সঠিক কাগজপত্র নিয়ে আসুক আমি তার সম্পত্তি বুঝিয়ে দিব। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার এসআই সুমনের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, বিষয়টি তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
+ There are no comments
Add yours