নিজস্ব প্রতিবেদকঃ
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ এমপিকে নিয়ন্ত্রণ করতে পারবো কিনা সেটি আমরা জানি না।
সোমবার (১৩ জুন) ট্রান্সপারেন্সি ইন্ট্রারন্যাশনাল (টিআইবি) প্রতিনিধি দলের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনের (ইসি) সংলাপ শেষে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের এ কথা বলেন।
কুমিল্লা সিটি নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের সিইসি বলেন,
‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ এমপিকে নিয়ন্ত্রণ করতে পারব কিনা, সেটি আমরা জানি না। তবে নিয়ন্ত্রণের কতকগুলো বিষয় আছে।’
সিইসি বলেন, ‘কেবিনেট রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রী থেকে শুরু করে ডেপুটি মিনিস্টারগুলো এটিই হচ্ছে মূল সরকার।
বাকি যারা রযেছেন তারা হলেন সাব-অর্ডিনেট সরকার আমলাতন্ত্র বা ব্যুরোক্রেটস।
কাজেই সরকার শপথ নিয়েছেন, যে আমরা সংবিধানকে মানব, সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করব, সম আচরণ করব, পক্ষপাতিত্ব করব না।
তাই আগামী নির্বাচনের সময় অন্তত সুষ্ঠু ও একটা সুন্দর নির্বাচনের স্বার্থে নির্বাচনকালীন সরকার হিসেবে সরকারের মন্ত্রী হিসেবে আচরণ করবেন, দলীয় মন্ত্রী হিসেবে নয় আমরা এমন প্রত্যাশা করছি।’
+ There are no comments
Add yours