নিজস্ব প্রতিবেদকঃ
জনশুমারি ও গৃহগণনা-২০২২ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার থেকে সপ্তাহব্যাপী এ জনশুমারি ও গৃহগণনা চলবে আগামী ২১ জুন অবধি।
বুধবার (১৫ জুন) গণভবন থেকে ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম বাস্তবায়ন করছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
এবার প্রথম ডিজিটাল পদ্ধতিতে জনশুমারি কার্যক্রম পরিচালিত হচ্ছে। ওয়েবভিত্তিক ইনটিগ্রেটেড সেনসাস ম্যানেজমেন্ট সিস্টেম (আইসিএমএস) প্রস্তুতসহ জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেমে (জিআইএস) স্থানীয় বিভিন্ন পর্যায়ের কন্ট্রোল ম্যাপ প্রস্তুত করা হয়েছে।
প্রসঙ্গত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৭৪ সালে প্রথম আদমশুমারি ও গৃহগণনা পরিচালিত হয়।
এরই ধারাবাহিকতায় ১৯৮১ সালে দ্বিতীয় আদমশুমারি ও গৃহগণনার পর ১০ বছর পরপর ১৯৯১, ২০০১ এবং ২০১১ সালে যথাক্রমে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চমবার অনুষ্ঠিত হয়।
+ There are no comments
Add yours