অনলাইন ডেস্কঃ
পদ্মা সেতু মর্যাদার প্রতীক, এর ওপর অনেকটাই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সুযোগ্য সন্তান ও আইসিটিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
মঙ্গলবার জয় তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এ মেগা প্রকল্পের একটি ভিডিও শেয়ার করে এ মন্তব্য করেন।
পোস্টে তিনি লিখেছেন, পদ্মা সেতু শুধু একটি স্থাপনা নয়, এটি এখন বাঙালি জাতি তথা বাংলাদেশের গর্ব, আত্মমর্যাদা ও অহংকারের প্রতীক।
এ সেতু নির্মাণের কৃতিত্ব প্রতিটি বাঙালির, আপনার-আমার-আমাদের সবার।
তিনি লিখেছেন, বিশ্বের অন্যতম খরস্রোতা পদ্মা নদীর ওপর নির্মিত হয়েছে নান্দনিক একটি সেতু-পদ্মা সেতু।
বহুমাত্রিক রাজনৈতিক ষড়যন্ত্র ও জটিল রকমের প্রাকৃতিক প্রতিকূলতা মোকাবিলা করে আপনার-আমার-আমাদের নিজেদের অর্থেই নির্মিত হয়েছে সেতুটি।
সবশেষে তিনি লিখেছেন, আমার টাকায় আমার সেতু, দেশের জন্য পদ্মা সেতু।
+ There are no comments
Add yours