নোয়াখালীর ৭ ইউপিতে শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন

Estimated read time 1 min read
Ad1

নিজস্ব প্রতিবেদকঃ

নোয়াখালীর চার উপজেলার ৭ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচটিতে আওয়ামী লীগ নির্বাচিত হয়েছেন।

এবং দুটিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বুধবার (১৫ জুন) রাতে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

কর্মকর্তা সূত্রে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন,

  • হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী – মো. আখতার হোসেন
  • চানন্দী ইউনিয়নে – মো. আজহার উদ্দিন
  • সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে – ফিরোজ আলম রিগান
  • বেগমগঞ্জ উপজেলার মীর ওয়ারিশপুর ইউনিয়নে – মো. শাহজাহান
  • সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নে – তোফাজ্জল হোসেন বাবলু
  • সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী – সাখাওয়াত হোসেন রিপন
  • কেশারপাড় ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী – আবদুল হক

নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, সকলের আন্তরিকতায় একটি সুন্দর নির্বাচন উপহার দিয়েছে জেলা পুলিশ। এর সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ।

কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের লক্ষ্যে কেন্দ্রগু‌লোর নিরাপত্তায় মোট ১০০ জন পুলিশ সদস্য মোতায়েন ছিল।

এ ছাড়া আনসার বাহিনী, র‍্যাব এবং বিজিবি সদস্যরা একযোগে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিল।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours