ইউনুস আলী,কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিন্দু পরিমাণ ছাড় দেয়া হবেনা বলে কঠোর হুশিয়ারি দিয়েছেন পুলিশ সুপার(এসপি) মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম।
মাদক ও সন্ত্রাস দমনের পাশাপাশি গণপরিবহনে চাঁদাবাজি ঠেকাতে মাঠে নেমেছে জেলা পুলিশের সদস্যরা। ইতোমধ্যে চাঁদাবাজির অভিযোগে জেলার উলিপুরের দুই চাঁদাবাজকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিপিএম বলেন, গণপরিবহনে চাঁদাবাজি ঠেকাতে বিভিন্ন প্রচারণা চালানো হচ্ছে।জেলার প্রত্যেক থানা পুলিশকে চাঁদাবাজদের খুঁজে বের করে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।মাননীয় প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি ঘোষণা অনুযায়ী মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ নির্মূলে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে জেলা পুলিশের সদস্যরা।
পুলিশ সুপার আরো বলেন, নামে বেনামে ভূয়া সংগঠন তৈরি চালকদের কাছ থেকে চাঁদা উত্তোলন করে আসছিল একটি চক্র।তাই চালকদেরকে সচেতন করা হচ্ছে। কোন অটোরিকশা চালক পৌর টোল ব্যতীত অন্য কোন টাকা কাউকে দিবেন না।কেউ চাঁদা দাবী করলে সংশ্লিষ্ট থানা পুলিশকে অথবা ৯৯৯এ ফোন করার আহবান জানান তিনি।
+ There are no comments
Add yours