নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ‘ঢাকা ফুড সিস্টেম’ প্রকল্পের আওতায় ৬টি কৃষকের বাজার স্থাপিত হতে যাচ্ছে।
বৃহস্পতিবার (১৬ জুন) রাজধানীর বনানীর একটি হোটেলে অ্যাম্বেসি অব দ্য কিংডম অব দ্য নেদারল্যান্ডস, ঢাকা উত্তর সিটি করপোরেশন,
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের সম্মিলিত উদ্যোগে আয়োজিত ঢাকা উত্তর সিটি করপোরেশনে এলাকাভিত্তিক কৃষকের বাজার স্থাপন শীর্ষক প্রকল্পের প্রারম্ভিক সভায় আয়োজকরা এসব তথ্য জানিয়েছেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ওয়ার্ড কাউন্সিলরদের পরামর্শে ৬টি ওয়ার্ডে অস্থায়ীভাবে কৃষকের বাজার স্থাপন করা হবে।
বাজারে প্রতি সপ্তাহে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক যাচাইকৃত ১০ জন কৃষক তার উৎপাদিত নিরাপদ পণ্য ক্রেতাদের কাছে বিক্রি করবেন।
আয়োজকরা বলেন, যথাযথ বাজার ব্যবস্থার অভাব এবং মধ্যস্বত্ব ভোগীদের প্রভাবে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
অন্যদিকে ভোক্তারাও সাশ্রয়ী মূল্যে নিরাপদ খাদ্য প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন। কৃষকের বাজারের মাধ্যমে উভয়পক্ষই উপকৃত হবেন এবং জনস্বাস্থ্য উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখা সম্ভব হবে এই উদ্যোগের মাধ্যমে।
সভায় আরও উপস্থিত ছিলেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সাসটেইনেবেল এগ্রিকালচার স্পেশালিস্ট জাহাঙ্গীর হোসেন, ফ্রেশ মার্কেট ট্রেইনার এসকে মোহিবুল্লাহ,
ঢাকা উত্তরের সিটি ফুড কোঅর্ডিনেটর নজরুল ইসলাম, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম-সম্পাদক মিহির বিশ্বাস,
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক গোলাম হাসান মজুমদার, ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা বিএ মোস্তফা কামাল,
ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের সিনিয়র প্রজেক্ট ম্যানেজার জিয়াউর রহমান, নাঈমা আকতার প্রমুখ।
+ There are no comments
Add yours