নিজস্ব প্রতিবেদকঃ
মুমিনুল হক অধিনায়কের দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেওয়ার পর ঘুরেফিরে আবার নেতৃত্ব ফিরে পান সাকিব আল হাসান।
উইন্ডিজ সিরিজ দিয়ে আজ বৃহস্পতিবার (১৬ জুন) অধিনায়কত্বে প্রত্যাবর্তন তার।
এ নিয়ে তিন দফা বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন তিনি।
সাকিবের নেতৃত্বেই পাঁচদিনের ফরম্যাটে ‘নতুন’ শুরুর অপেক্ষায় বাংলাদেশ দল।
দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ আজ অ্যান্টিগায় রাত ৮টায় মাঠে নামছে টাইগাররা।
যেখানে টস হেরে ব্যাট করবে সফরকারীরা। এ ম্যাচে একাদশে ফিরেছেন ‘আলোচিত’ পেসার মুস্তাফিজুর রহমান।
২০২১ সালের ফেব্রুয়ারি মাসে সর্বশেষ টেস্ট খেলেছেন তিনি, প্রায় দেড় বছর আগে চট্টগ্রামে প্রতিপক্ষ ছিল এই উইন্ডিজ।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, লিটন কুমার দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন ও সৈয়দ খালেদ আহমেদ।
উইন্ডিজ একাদশ
ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড, এনক্রুমা বোনার, জন ক্যাম্পবেল, জশুয়া দা সিলভা, আলজারি জোসেফ, কাইল মায়ারস, গুদাকেশ মোটি, রেমন রেইফার, জেইডেন সিলেস ও কেমার রোচ।
+ There are no comments
Add yours