কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে এসিড নিক্ষেপের সময় এলাকাবাসীর হাতে এক যুবক আটক

Estimated read time 1 min read
Ad1

 

ইউনুস আলী,কুড়িগ্রাম প্রতিনিধি
:
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে কিশোরীর শরীরে এসিড নিক্ষেপের সময় এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানাগেছে ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় মইদাম গ্রামের মুকুল মিয়ার ৬ষ্ঠ শ্রেনীতে পড়ুয়া কন্যা মোছাঃ মিনারা খাতুন(১১) তার নানীর বাড়িতে যাওয়ার পথে মইদাম বিজন মন্ডলের বাড়ীর নিকট গেলে একই গ্রামের মৃত মফিজ উদ্দিনের বখাটে পুত্র রশিদ মিয়া(৩৫) ইনজেকশনের সিরিঞ্জ দিয়ে ঐ কিশোরীর শরীরে এসিড নিক্ষেপ করে এসময় কিশোরীর আর্তচিৎকারে এলাকাবাসী রশিদকে আটক করে পুলিশে খবর দেয়।ভুরুঙ্গামারী থানার ওসি মুহাঃ আতিয়ার রহমান ঘটনাস্থল পরিদর্শন করতে গেলে এলাকাবাসী আটককৃত রশিদকে পুলিশের নিকট সোপর্দ করে।পরে ঐ কিশোরীকে ভুরুঙ্গামারী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসকরা এসিড নিক্ষেপের কথা স্বীকার করলেও শরীরে বড় ধরনের কোন ক্ষতি হয়নি বলে জানান। রাতেই ঐ কিশোরীর পিতা মুকুল মিয়া বাদী হয়ে এসিড নিক্ষেপকারী রশিদের নামে ২০০২ সালের এসিড অপরাধ দমন আইনের ৬ ধারায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ০৪,। এ বিষয়ে ওসি মুহাঃ আতিয়ার রহমান জানান,এসিড নিক্ষেপের ঘটনা জানামাত্র পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয় এবং আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করে এলাকাবাসীর হাতে আটক রশিদকে আইনের আওতায় নেয়া হয়েছে। আজ শুক্রবার আটককৃত আসামীকে জেলহাজতে প্রেরণ করা হবে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours