নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ কম্পিউটার সমিতি ও বিসিএস কম্পিউটার সিটি ম্যানেজমেন্ট কমিটি ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কম্পিউটারের ওপর নতুনভাবে আরোপিত ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুন) রাজধানীর আইডিবিতে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা এ দাবি জানান।
সংগঠন দুটির নেতারা বলেন, কম্পিউটার-ল্যাপটপ লাক্সারি পণ্য নয়, এগুলো এখন আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় ব্যবহার্য পণ্য।
এর ওপর নতুন করে ১৫ শতাংশ ভ্যাট আরোপিত হলে তা দেশের জন্য মঙ্গলজনক হবে না।
ডলারের দাম বেড়ে যাওয়ায় এমনিতেই ল্যাপটপের দাম বেড়ে গেছে।
নতুন করে ১৫ শতাংশ ভ্যাট আরোপিত হলে ৫০ হাজার টাকার ল্যাপটপের ক্ষেত্রে
৮-১০ হাজার টাকা পর্যন্ত দাম বেড়ে যাবে, যা সাধারণ মানুষের জন্য বোঝা হয়ে দাঁড়াবে।
+ There are no comments
Add yours