নিজস্ব প্রতিবেদকঃ
আগামী সেপ্টেম্বরে ঐতিহ্যবাহী দল হিসেবে বাংলাদেশ জাসদকে শক্তিশালী করার লক্ষ্যে দলের জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
দলটির জাতীয় কমিটির সপ্তম সভায় রাজধানীর তোপখানা রোডের শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
দলটির সভাপতি শরীফ নুরুল আম্বিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রস্তাব উপস্থাপন করেন সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান।
সভায় টানা বৃষ্টি ও উজানের ঢলে সৃষ্ট বন্যায় লক্ষ লক্ষ মানুষের দুর্দশা ও প্রাণহানিতে গভীর শোক ও সহমর্মিতা প্রকাশ করা হয়।
বানভাসি মানুষের সর্বাত্মক সহযোগিতায় করার জন্য সরকারের প্রতি সভা থেকে আহ্বান জানিয়ে জাসদের সব কর্মীদের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশনা দেওয়া হয়।
প্রস্তাবে বলা হয়, রাজনৈতিক নীতিনৈতিকতা পুনরুদ্ধার, গণতান্ত্রিক পরিবেশকে নিশ্চিত করার জন্য কর্তৃত্ববাদী রাজনৈতিক ধারাসমূহের বাইরে অবস্থিত গণতান্ত্রিক,
প্রগতিশীল ও অসাম্প্রদায়িক রাজনৈতিক শক্তিসমূহকে ঐক্যবদ্ধ হওয়া দরকার বলে সভা মনে করে। এই লক্ষে বাংলাদেশ জাসদ উদ্যোগী ভূমিকা পালন করবে।
আগামী ২৭ জুন বিরাজমান দুর্নীতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় সভায়।
+ There are no comments
Add yours