নিজস্ব প্রতিবেদকঃ
‘‘রক্তদান সংঘবদ্ধতারই প্রকাশ, এ কাজে যুক্ত হোন জীবন বাঁচান ’’
প্রতিপাদ্য সামনে রেখে বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিট।
শনিবার (১৮ জুন) চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হল-এ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের উদ্যোগে,
ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট রক্তদান কেন্দ্রের সহযোগীতায় যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এর বাস্তবায়নে বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত অনুষ্ঠানে অতিথিদের সম্মাননা প্রদান এবং সর্বোচ্চ ৬০, ৫০,৪০,৩০,২০
ও ১০ বার রক্তদাতাদের, সর্বোচ্চ রক্তদানকারী প্রতিষ্ঠানের মাঝে সম্মাননা প্রদান করা হয়।
সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ও জেলা রেড ক্রিসেন্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডাঃ শেখ শফিউল আজম এর সভাপতিত্বে,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় এর উপাচার্য প্রফেসর ডাঃ ইসমাইল খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারী মোঃ আসলাম খান, সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারী আব্দুল জব্বার,
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আজীবন সদস্য ও নির্বাচন কমিশনার মোঃ মাহবুবুল আলম।
যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর যুব প্রধান গাজী মোঃ ইফতেকার হোসেন ইমু এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা ও সিটি রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্যবৃন্দ।
+ There are no comments
Add yours