আজিজুল হক চৌধুরীঃ
দুঃখ যেন কাটছে না দক্ষিণ চট্টগ্রামবাসীর সংস্কারের এক মাসও পার হয়নি বোয়ালখালীর দুঃখ নামে খ্যাত কালুরঘাট সেতুর এরই মধ্যে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, উঠে যাচ্ছে সেতুর পাটাতন ও ভেঙ্গে যাচ্ছে সেতুর রেলিং।
তাই সংস্কারের নামে চলা এই প্রহসন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ পত্র-পত্রিকা ও গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় ফের সংস্কার শুরু হচ্ছে কালুরঘাট সেতুতে। আগামী ৭ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত এই সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। এই পাঁচদিন যান চলাচল বন্ধ থাকবে।
রেলওয়ে চট্টগ্রামের বিভাগীয় ব্যবস্থাপক সাদেকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, কালুরঘাট ব্রিজে ফের মেরামতের জন্য পাঁচদিন রাত ১০টা থেকে সকাল ৮টা পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।
বর্তমানে দৈনিক এক লাখ মানুষ ৯০ বছর বয়সী মেয়াদোত্তীর্ণ সেতুর ওপর দিয়ে ঝুঁকি ও ভোগান্তি মাথায় নিয়ে এই সেতু ব্যবহার করছে। ব্রিটিশ আমলে নির্মিত এই সেতুর ওপর বোয়ালখালী ও পটিয়া উপজেলার তিন ইউনিয়নের প্রায় ২০ লাখ মানুষ সরাসরি নির্ভরশীল।
+ There are no comments
Add yours