বাংলাদেশ-ভারত জেসিসি বৈঠক আজ

Estimated read time 1 min read
Ad1

নিজস্ব প্রতিবেদকঃ

দ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক দিক আলোচনায় সপ্তম যৌথ পরামর্শক কমিশন-জেসিসি বৈঠকে বসছে বাংলাদেশ ও ভারত।

বৈঠকে বাংলাদেশের ঢাকার পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ভারতের নয়াদিল্লির পক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নেতৃত্ব দেবেন।

রোববার (১৯ জুন) নয়াদিল্লিতে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

আলোচনায় তিস্তা থাকলেও বহুল প্রতীক্ষিত ‘জট’ খোলা নিয়ে সুসংবাদ পাওয়ার সম্ভাবনা নেই বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, বৈঠকে উভয়পক্ষের দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিশেষ করে বাণিজ্য, কানেক্টিভিটি,

পানি, জ্বালানি, আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুসহ নতুন নতুন অনেক ক্ষেত্রে একে অপরকে সহযোগিতার বিষয় উঠে আসবে।

কূটনৈতিক সূত্র বলছে, মোমেন-জয়শঙ্কর বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর চূড়ান্ত হবে। তাছাড়া বৈঠকে তিস্তা প্রসঙ্গ তোলাসহ আলোচনাধীন কুশিয়ারা নদীর পানি উত্তোলন বিষয়টিতে সুরাহার জন্য দ্রুত সময়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের প্রস্তুতির তাগাদা দেবে ঢাকা।

গত বুধবার জেসিসি বৈঠকে আলোচনার বিষয়ে ড. মোমেন সাংবাদিকদের জানান, আমা‌দের সব সময় যেসব ইস্যু আছে সেগু‌লো নি‌য়ে আলাপ হ‌বে।

পানি বণ্টন ইস্যুতে আলোচনা প্রসঙ্গে মোমেন বলেন, আমা‌দের অনেকগু‌লো নদী সম্পর্কে আলাপ আছে; ফেনী আছে, কু‌শিয়ারা আছে সেগু‌লো আলাপ করব। আগেও আলাপ ক‌রে‌ছি, এখনো আলাপ করব।

২০১২ সালে নয়াদিল্লিতে প্রথম জেসিসি বৈঠকে বসে বাংলাদেশ-ভারত। গত ১০ বছরে মোট ছয়বার জেসিসি বৈঠক হয়।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours