নিজস্ব প্রতিবেদকঃ
জাতীয় পার্টি ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়ার পক্ষে নয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।
রোববার (১৯ জুন) বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে কমিশনের সঙ্গে আলোচনা শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন-
আমরা ইভিএমে ভোটের পক্ষে নই। কারণ দেশের মানুষ এখনো ইভিএমে ভোট দেওয়ার জন্য প্রস্তুত নয়।
জাপা মহাসচিব বলেন, দেশের মানুষ এখনো ইভিএমে বিশ্বাস করে না।
গ্রাম-গঞ্জের মানুষ এখনো মনে করে, ইভিএম মানেই কারসাজি।
তিনি বলেন নির্বাচন কমিশনের কাজ হচ্ছে একটি নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে কাজ করা।
কোন পদ্ধতিতে নির্বাচন হবে, তা সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা উচিত।
এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ,লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, মোস্তফা আল মাহমুদ, আতিকুর রহমান আতিক প্রমুখ।
+ There are no comments
Add yours