নিজস্ব প্রতিবেদকঃ
দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১২টি নতুন কার্যালয়ের উদ্বোধন হতে যাচ্ছে আগামী ৩ জুলাই।
এরপর দুদকের মোট কার্যালয় হবে ৩৬।
মঙ্গলবার (১২ জুন) দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির সচিব মো. মাহবুব হোসেন।
যে ১২ জেলায় দুদকের কার্যালয় চালু হচ্ছে
- নারায়ণগঞ্জ (নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ)
- গাজীপুর (গাজীপুর ও নরসিংদী)
- গোপালগঞ্জ
- কিশোরগঞ্জ
- জামালপুর (জামালপুর ও শেরপুর)
- নওগাঁ (নওগাঁ ও জয়পুরহাট)
- কুড়িগ্রাম (কুড়িগ্রাম ও লালমনিরহাট)
- চাঁদপুর (চাঁদপুর ও লক্ষ্মীপুর)
- বাগেরহাট (বাগেরহাট ও সাতক্ষীরা)
- ঝিনাইদহ (ঝিনাইদহ, মাগুরা ও চুয়াডাঙ্গা)
- পিরোজপুর (পিরোজপুর ও ঝালকাঠি)
এর আগে চলতি বছরের ১ জানুয়ারি কক্সবাজারে (কক্সবাজার ও বান্দরবন জেলা) ও ৩০ মার্চ ২০২২ থেকে মাদারীপুরে (মাদারীপুর ও শরীয়তপুর) চালু হয়েছে দুদকের নতুন ২টি কার্যালয়।
দুদক সচিব বলেন, দুদকের নতুন কার্যালয় স্থাপনে দুর্নীতি প্রতিরোধে দুদকের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।
এছাড়াও বিভিন্ন পর্যায়ের নতুন জনবল নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। এসব কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ফলে প্রয়োজনীয় সংখ্যক জনবল নিয়ে দুদক পুরো উদোমে কাজ চালিয়ে যাবে। দুদকের অফিস থাকায় জেলাগুলোতে অনিয়ম-দুর্নীতি দমন কার্যক্রম আরও জোরদার হবে।
২০০৪ সালের আগে দুর্নীতি দমন ব্যুরোর সময় দেশের ৬৪ জেলাতে ছিল কার্যালয়।
+ There are no comments
Add yours