নিজস্ব প্রতিবেদকঃ
বন্যার কারণে সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও নেত্রকোণা জেলায় জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম ব্যাহত হয়েছে।
বন্যা দুর্গত এই চার জেলার মানুষের তথ্য সংগ্রহের জন্য আরও সাত দিন সময় বাড়ানো হয়েছে বলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সূত্রে জানা গেছে।
বিবিএস জানায়, বন্যার কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলা সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও নেত্রকোণা জেলায় জনশুমারি কার্যক্রম ব্যাহত হয়েছে।
এ জন্য বন্যাকবলিত এ চার জেলার সবাইকে জনশুমারিতে অন্তর্ভুক্ত করতে সময় বাড়ানো হলো।
এ প্রসঙ্গে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন খবর বাংলাকে জানান-
সিলেট ও সুনামগঞ্জে মানবিক বিপর্যয় চলছে। এসব মানুষের কাছে তথ্য চাওয়াটা অমানবিক হবে।
জনশুমারির তারিখ পরিবর্তন নিয়ে জাতিসংঘ কী বলে সেই প্রটোকল মেনেই সব করা হচ্ছে। বন্যার কারণে অনেক জায়গায় কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়নি। সে জন্য বন্যা দুর্গত এলাকায় জনশুমারির মেয়াদ আরও সাত দিন বাড়ানো হয়েছে।
+ There are no comments
Add yours