৪৪তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ, উত্তীর্ণ ১৫ হাজার ৭০৮ জন

Estimated read time 1 min read
Ad1

নিজস্ব প্রতিবেদকঃ

বুধবার (২২ জুন) ৪৪তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

ফলাফলে উত্তীর্ণ হয়েছেন ১৫ হাজার ৭০৮ জন।

প্রিলির ফল পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এর আগে ফল প্রকাশের জন্য আজ দুপুরে পিএসসি চেয়ারম্যান জরুরি সভা ডাকেন যার শেষে ফলাফল প্রকাশ করা হয়।

গত ২৭ মে ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আটটি বিভাগীয় শহরে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বিসিএসে আবেদন করেছেন ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন।

৪৪তম বিসিএসে সবচেয়ে বেশি নিয়োগ হবে শিক্ষা ক্যাডারে। এ ক্যাডারে ৭৭৬ জনকে নিয়োগ দেওয়ার কথা রয়েছে।

এছাড়া প্রশাসন ক্যাডারে ২৫০, পুলিশে ৫০, পররাষ্ট্রে ১০, আনসারে ১৪, অর্থ মন্ত্রণালয়ে সহকারী মহাহিসাবরক্ষক (নিরীক্ষা ও হিসাব) পদে ৩০, সহকারী কর কমিশনার পদে ১১, সহকারী নিবন্ধক (সমবায়) পদে ৮ ও সহকারী সুপারিনটেনডেন্ট/ট্রাফিক (রেলওয়ে) নিবন্ধক পদে ৭ জনকে নিয়োগ দেওয়া হবে।

একইসঙ্গে-

  • তথ্য মন্ত্রণালয়ে সহকারী পরিচালক বা তথ্য কর্মকর্তা পদে ১,
  • সহকারী পরিচালক (অনুষ্ঠান) পদে ৭,
  • সহকারী বার্তা নিয়ন্ত্রক পদে ২,
  • সহকারী পোস্টমাস্টার পদে ২৩,
  • সহকারী নিয়ন্ত্রক (বাণিজ্য) পদে ৬,
  • পরিবার পরিকল্পনা কর্মকর্তা (পরিবার পরিকল্পনা) পদে ২৭
  • সহকারী খাদ্য নিয়ন্ত্রক ৩ জন
  • প্রফেশনাল ক্যাডারে রেলপথ মন্ত্রণালয়ে সহকারী নির্বাহী প্রকৌশলী ১ জন
  • সহকারী যন্ত্র প্রকৌশলী ৮ জন
  • সহকারী সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী ৬ জন
  • সহকারী সরঞ্জাম নিয়ন্ত্রক ১ জন
  • সহকারী বৈদ্যুতিক প্রকৌশলী ২ (তথ্য) জন
  • সহকারী বন সংরক্ষক ৫ জন নিয়োগ দেওয়া হবে
নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours