নিজস্ব প্রতিবেদকঃ
সরকারের রূপকল্প অনুযায়ী আগামী ২০৪১ সালে বাংলাদেশ উচ্চ আয়ের দেশে পরিণত হবে বলে আশাবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন-
নানামুখী উদ্যোগ বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা ২০৩১ সালে উচ্চ মধ্যম আয়ের দেশ
এবং ২০৪১ সালে উচ্চ আয়ের দেশে উন্নীত হব ইনশাআল্লাহ।
বুধবার (২২ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য
মো. আফজাল হোসেনের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সংসদে এ কথা বলেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনের কার্যক্রম শুরু হয়।
সংসদে প্রধানমন্ত্রী বলেন-
অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষ জনবল তৈরি, প্রয়োজনীয় অবকাঠামো স্থাপন ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির উদ্দেশ্যে আমাদের সরকার বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করে চলেছে। এর মধ্যে কৃষি, শিল্প ও সেবা খাতে উৎপাদনশীলতা বাড়ানো ও কর্মসংস্থান তৈরিসহ সার্বিকভাবে দেশের আর্থসামাজিক অগ্রগতি অর্জনে সরকার কাজ করছে বলে জানান তিনি।
সংসদ নেতা বলেন, এ প্রকল্পের সাফল্যে অনুপ্রাণিত হয়ে সরকার চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ বিবেচনায় নিয়ে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার লক্ষ্যে শিল্প খাতে নিয়োজিত জনশক্তির যুগোপযোগী দক্ষতা নিশ্চিত করতে আরও বেশি ফলাফলভিত্তিক একটি প্রশিক্ষণ প্রকল্প গ্রহণের উদ্যোগ নিয়েছে, যার প্রস্তুতিমূলক কার্যক্রম বর্তমানে চলছে। দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের অর্থায়ন নিশ্চিত করতে ‘জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিলে’র কার্যক্রম পূর্ণাঙ্গভাবে শুরু করার জন্য স্থায়ী জনবল নিয়োগ শুরু হয়েছে। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) জাতীয় দক্ষতা পোর্টাল বিনির্মাণ ও জাতীয় দক্ষতা নীতি প্রণয়ন করে বাস্তবায়ন শুরু করেছে।
+ There are no comments
Add yours