নিজস্ব প্রতিবেদকঃ
স্থগিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের দাখিল পরীক্ষা ইদের পর নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক।
বন্যার কারণে সারাদেশে শুক্রবার (১৭ জুন) এই পরীক্ষা স্থগিত করা হয়।
সচিব মো. আবু বকর ছিদ্দীক সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বলেন, স্থগিত হওয়া এই পরীক্ষা ইদের পর নেওয়ার পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়।
তিনি বলেন, এসএসসির আয়োজন এখন আমাদের প্রধান অগ্রাধিকার।
কিন্তু বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হলে সেই পরীক্ষা আয়োজন কোনোভাবেই সম্ভব নয়। আমাদেরকে ইদ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এছাড়াও এইচএসসি ও সমমান পরীক্ষা পিছিয়ে যাবে বলেও জানিয়েছেন শিক্ষা সচিব।
এ বিষয়ে তিনি বলেন, এসএসসি পরীক্ষা পিছিয়ে যাওয়ার কারণে এইচএসসি পরীক্ষাও পিছিয়ে যাবে।
কারণ এসএসসি শেষ না করে এইচএসসি শুরু করা সম্ভব নয়।
+ There are no comments
Add yours