চসিক মেয়রের বিরুদ্ধে ছাত্রলীগ নেতার ফেসবুক স্ট্যাটাস, থানায় জিডি

Estimated read time 1 min read
Ad1

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ইয়াসির আরাফাতের বিরুদ্ধে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।

বুধবার রাতে জিডি দায়েরের বিষয়টি খবর বাংলাকে নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির।

মঙ্গলবার (২১ জুন) রাতে চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক লীগের পদপ্রত্যাশী মো. জাবেদুল ইসলাম জাবেদ নামের এক নেতা জিডিটি দায়ের করেন।

তিনি বলেন, মেয়রের বিরুদ্ধে ফেসবুকে খারাপ মন্তব্য করায় থানায় একটি জিডি করা হয়েছে।

আদালতের নির্দেশক্রমে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জিডিতে উল্লেখ করা হয়, মেয়র রেজাউল করিম চৌধুরীর একটি ছবি ব্যবহার করে ইয়াসির আরাফাত ফেসবুকে নিজের আইডিতে লিখেছেন-

‘একজন অথর্ব মেয়র এর কারণে চট্টগ্রামের মানুষ দুর্ভোগে’

শুক্রবার থেকে চট্টগ্রামে টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরে জলাবদ্ধতার সৃষ্টি হয়।

এর মধ্যেই সোমবার রাত ১১টা ২২ মিনিটে ফেসবুকে ইয়াসির আরাফাতের আইডি থেকে মেয়র রেজাউল করিম চৌধুরী জলাবদ্ধতার পানিতে দাঁড়িয়ে আছেন এমন একটি ছবিসহ একটি স্ট্যাটাস দিতে দেখা যায়।

পরে লেখা পাল্টে-

‘মেয়র এর দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দেবেন না, আপনার কারণে চট্টগ্রামের মানুষ দুর্ভোগে’ লেখা হয়। 

বুধবার রাত সাড়ে ১১টা পর্যন্ত ওই স্ট্যাটাসে প্রায় ৮০০ লাইক, আড়াইশর বেশি মন্তব্য ও ১৬টি শেয়ার ছিল।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours