নিজস্ব প্রতিবেদকঃ
খুলনায় গত আড়াই মাসে ৩টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
সবশেষ বুধবার (২২ জুন) বিকেলে খুলনার নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থী প্রমিজ নাগের (২৪) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
খুলনার সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. নাহিদ হাসান মৃধা এ তথ্য নিশ্চিত করেছেন।
নগরের সোনাডাঙ্গা থানাধীন সিটি ইন হোটেলের পেছনের একটি বাড়ি থেকে
পিরোজপুরের নাজিরপুর উপজেলার সাচিয়া গ্রামের জোতিন্ময় নাগের ছেলের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার বিকেলে খুলনার নর্দান ইউনিভার্সিটির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র প্রমিজ নাগের ঝুলন্ত মরদেহ তার ভাড়া বাড়ি থেকে উদ্ধার করা হয়। এদিন বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয় হোটেল সিটি ইনের পেছনে সালাম হাওলাদারের বাড়ির চতুর্থ তলার ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
প্রসঙ্গত, গত ৫ জুন দুপুরে খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র কাজল মণ্ডলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
এর আগে ৪ এপ্রিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী অন্তু রায় (২১) ঘরের আড়ার সঙ্গে গলায় কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করেন।
+ There are no comments
Add yours