নিজস্ব প্রতিবেদকঃ
ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ তিনে উঠে এসেছে লিওনেল মেসির আর্জেন্টিনা।
শীর্ষে আছে ব্রাজিলই।
তবে চলতি মাসের বাজে পারফর্ম্যান্সের কারণে বাংলাদেশ দল নেমে গেছে চার ধাপ। আছে র্যাঙ্কিংয়ের ১৯২তম অবস্থানে।
মার্চের ফিফা উইন্ডো শেষে প্রকাশিত র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান ছিল ৪র্থ।
চলতি মাসে মেসিরা খেলেছেন দুই ম্যাচ। ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ দশে থাকা ইতালিকে ফিনালিসিমায় ৩-০ গোলে হারায় দলটি।
এরপর মেসির পাঁচ গোলের সুবাদে এস্তোনিয়াকে হারায় ৫-০ ব্যবধানে।
ওদিকে র্যাঙ্কিংয়ের তিনে থাকা ফ্রান্স চার ম্যাচ খেলে জেতেনি একটিতেও, তিনটি ড্রয়ের পাশাপাশি আছে একটি হার।
দুই দলের এমন বিপরীতমুখী পারফর্ম্যান্সের ছাপ পড়েছে র্যাঙ্কিংয়ে, ফ্রান্সকে পেছনে ফেলে আর্জেন্টিনা চলে এসেছে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ তিনে।
ব্রাজিল আছে শীর্ষে। চলতি মাসে দুই ম্যাচ খেলে দুটোতেই জিতেছে কোচ তিতের শিষ্যরা। যার ফলে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে দলটি।
দুইয়ে থাকা বেলজিয়াম এক ড্রয়ের বিপরীতে তিন জয় নিয়ে ধরে রেখেছে নিজেদের অবস্থান।
+ There are no comments
Add yours